IMG-LOGO

রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এসএসসির ফল প্রকাশ কবেমালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশিসহ ২০৬ অভিবাসীকে গ্রেপ্তারজঙ্গলে পাওয়া গেলো গুলিবিদ্ধ দুই মরদেহযুক্তরাষ্ট্রে গুলিতে ২ বাংলাদেশি নিহতবাগমারায় কৃষি প্রযুক্তি মেলা ও বিনামূল্যে প্রণোদনার উদ্বোধনগোমস্তাপুর ইসলামি সাংস্কৃতিক উৎসবের সমাপনী চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপিকে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের স্মারকলিপিআবারও মেসির জোড়া গোলআজ শেখ জামালের জন্মদিনচীনকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্রশিক্ষাপ্রতিষ্ঠান খুলল আজ, মানতে হবে যেসব নির্দেশনা‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত’গোদাগাড়ীর চরে মাদককারবারিদের হামলায় ৪ পুলিশ আহতরাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মেয়রের অভিনন্দন৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে চালুর প্রথম দিনই ফাঁকাই ছিল ট্রেন

রাজশাহীতে চালুর প্রথম দিনই ফাঁকাই ছিল ট্রেন

ধূমকেতু প্রতিবেদক : একটানা ৪৯ দিন বন্ধ থাকার পর সারাদেশের মতো রাজশাহী থেকেও চালু হয়েছে অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল। সকাল থেকেই ঢাকাগামী দূরপাল্লার বাস ও ট্রেন ছেড়ে গেছে। তবে যাত্রী স্বল্পতার কারণে অর্ধেক যাত্রীরও কম যাত্রী নিয়ে ট্রেন ছেড়ে গেছে। ঢাকাগামী দূরপাল্লার বাসেও অর্ধেকের চেয়েও কম যাত্রীর উপস্থিতি দেখা গেছে। তবে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে আন্তঃনগর ট্রেন ও দূরপাল্লার বাসে। যাত্রীদেরও সবাই মাস্ক পড়ে চলাচল করছেন। তবে আন্তঃজেলা বাসের যাত্রী ও পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে উদাসীনতা দেখা গেছে।

সোমবার ভোর থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করে। প্রথম দিন রাজশাহী-ঢাকা রুটে ১০ জোড়া আন্তঃনগর ও দুই জোড়া লোকাল মেইল ট্রেন চলাচল শুরু করেছে। বন্ধ রয়েছে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেন। আজ সোমবার থেকে আবারও ট্রেন সার্ভিস চালু হওয়ার পর রাজশাহী রেলস্টেশনে পরিদর্শনে যান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ।

তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে চালু হওয়া সবগুলো ট্রেনের শতভাগ টিকিটই অনলাইনে পাওয়া যাচ্ছে। তবে প্রতিটি ট্রেনের অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট ছাড়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে খুব সতর্কতার সঙ্গে যাত্রীদের ট্রেনে তোলা হচ্ছে। স্টেশনে মেডিক্যাল টিমসহ রেলওয়ের সংশিষ্ট কর্মকর্তারা সতর্কতার সঙ্গে কাজ করছেন। এ সময় সবাইকে মাস্ক পড়ে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্টেশনে আসার ও ট্রেনে ভ্রমণ করার অনুরোধ জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক।

এদিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সোমবার সকাল ৬টা ২০ মিনিটে আন্তঃনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেস সর্ব উত্তরের জেলা কুড়িগ্রামের চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায়। এর পর চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একমাত্র বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে আসে। এখান থেকে সকাল ৭টায় রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপর মধুমতী এক্সপ্রেস সকাল ৮টায় ফরিদপুরের ভাঙার উদ্দেশে রাজশাহী ছেড়ে যায়। এরপর থেকে আগের সিডিউল অনুযায়ী একটি একটি করে ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রাজশাহী ছেড়ে যায়।

রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, আজ টিকিট ও মুখে মাস্ক পড়া ছাড়া কাউকেই স্টেশনের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। স্টেশনের প্রবেশমুখে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। এরপর যাত্রীদের হাত সেনিটাইজ করে দেওয়া হচ্ছে। তবে অনলাইন জটিলতায় প্রথম দিন অনেকেই টিকিট কাটতে পারেননি বলে অভিযোগ করেছেন। তাই আজ এসব ট্রেনে নির্ধারিত যাত্রীর তুলনায় অর্ধেকেরও কম যাত্রী ছিল।

তবে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, হঠাৎ ট্রেন চলাচলের সিদ্ধান্ত আসে। তাই ট্রেনের টিকিট বিক্রির সার্ভার চালু করতে দেরি হয়েছে। এতে প্রথম দিন যাত্রীদের অনেকেই টিকিট কাটতে পারেননি। এজন্য যাত্রীও কম হয়েছে।

সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি মাত্র ১১৫ জন যাত্রী নিয়ে চিলাহাটির উদ্দেশে ছেড়ে গেছে। এর মোট আসন রয়েছে ১ হাজার ৮৭টি। এখানেও অর্ধেক যাত্রী যাওয়ার কথা ছিল। সকাল ৭টায় ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনের মোট আসন সংখ্যা ৯৮৮। এর মধ্যে অর্ধেক যাত্রী হিসেবে ৪৯৪টি আসন বিক্রি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন মাত্র ২৫৫ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়া মধুমতী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় ফরিদপুরের ভাঙার উদ্দেশে ছেড়ে গেছে মাত্র ২২৫ জন যাত্রী নিয়ে। এ ট্রেনের মোট আসন সংখ্যা ৭৮৪টি। অথচ এর অর্ধেকেরও কম যাত্রী নিয়ে ট্রেনটি রাজশাহী ছেড়ে গেছে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পশ্চিমাঞ্চলের মোট ১৩ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া মেইল ট্রেন চলে তিন জোড়া ও কমিউটর ট্রেন চলে দুই জোড়া। তবে আপাতত রাজশাহী-ঢাকা রুটে চলাচলরত আন্তঃনগর ট্রেন সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। মোট ১০ জোড়া আন্তঃনগর ট্রেন ও দুই জোড়া মেইল ট্রেন চলাচল করবে।

এদিকে, রোববার রাত নয়টা থেকে ঢাকাসহ সারা দেশে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। অর্ধেক যাত্রী নিয়ে ৬০ শতাংশ ভাড়ায় এসব বাস স্বাস্থ্যবিধি মেনেই চলার চেষ্টা করছে।

সরকারের বাস চালুর সিদ্ধান্ত আসার পর রোববার দুপুর থেকে নগরীর শিরোইল এলাকার দূরপাল্লার বাসের কাউন্টারগুলো খুলেছিল। পরে রাত নয়টা থেকে বাস চলাচল শুরু হয়। আজ সকালেও বাস চলতে দেখা গেছে। বাস কাউন্টার থেকে টিকিট কিনে যাত্রীরা বাসে উঠছিল। তাদের সবার মুখে মাস্ক ছিল। কর্তৃপক্ষ হাতে স্যানিটাইজার দিয়ে যাত্রীদের বাসে তোলে। স্বাস্থ্যবিধি মেনে চলছে বাসও। সকালে ঢাকা বাসস্ট্যান্ডে কথা হয় কয়েকজন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট শ্রমিকদের সঙ্গে। তাঁরা জানান, দীর্ঘদিন পর বাস চালু করায় তাঁদের যাতায়াত খরচ কমেছে। আর পরিবহনশ্রমিকেরা কিছুটা হলেও আয়–রোজগার করতে পারবেন।

ঢাকার উদ্দেশে যাওয়া যাত্রী আবদুল মতিন বলেন, ঢাকায় মাইক্রোবাসে যেতে দেড় হাজার টাকার বেশি লাগত। এখন ৭৫০ টাকা লাগছে। পরিবহন চালু করায় যাত্রীদের অপচয় কম হবে। তাঁর মতে, সঠিক তদারকি থাকলে বাসে স্বাস্থ্যবিধিও মানা সম্ভব। ন্যাশনাল ট্রাভেলসের কাউন্টার মাস্টার মন্টু বলেন, অর্ধেক আসনের যাত্রী তাঁরা সহজেই পাচ্ছেন। সব মিলিয়ে সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news