ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৃহস্প্রতিবার সকাল ৮টার দিকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন সংবাদেও ভিত্তিত্বে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ২ ব্যক্তিকে আটক করে।
আটককৃতরা হলেন, কসবা ইউনিয়নের সোনা মাসনা গ্রামের মনিরুল ইসলাম বাবুর ছেলে তাজাম্মুল হক (৪২) ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে কালাম হোসেন (৩৬)।
পরে, আটকৃত ব্যক্তিদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগমের কাছে তারা দোষ স্বীকার করাই ৩দিনের বিনাশ্রম কারদন্ড ও ২হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।