নিজস্ব প্রতিবেদক : কাঁকনহাট পৌরসভায় নির্মিত বাংলাদেশের স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধুর মুর্যাল উদ্বোধন এবং পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
কাঁকনহাট পৌর অডিটরিয়ামে শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সভায় সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর। প্রধান অতিথি ছিলেন, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাঁকনহাট পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাাদক আনোয়ার হোসেন শওকত, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোজাহার আলী, পৌর কৃষকলীগের সভাপতি কল্লোল মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুবলীগ নেতা মুক্তার হোসেন, সোহেল রানা, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি খাত্তাব ও গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুম পারভেজ বাবুসহ পৌরসভার শিক্ষার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চলতি মাসের ৭ তারিখ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল উদ্বোধন করা হবে। তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহান নেতার মুর্যাল উদ্বোধন করবেন। সেদিন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রতিটি ওয়ার্ডের জনগণকে সাথে করে নিয়ে আসার জন্য আহবান জানান। সেইসাথে সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ করতে সহযোগিতা করতে ছাত্রলীগের নেতাকর্মীদের পরামর্শ দেন মেয়র।