ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন নির্বাচনের রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। মার্কিন নির্বাচনে ট্রাম্পের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী হোয়াইট হাউসের উপদেষ্টা হোপ হিকসও করোনায় আক্রান্ত হয়েছেন। সবকিছু মিলিয়ে রিপাবলিকান শিবিরের নির্বাচন কার্যক্রম পরিচালনার মতো পরিস্থিতি নেই।
খুব কাছাকাছি সময় চলে আসার পর গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তার করোনা পজিটিভ। তিনি আইসোলেশনে যাচ্ছেন। একই সঙ্গে তাঁর স্ত্রী মেলানিয়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টিপেইনের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের অংশগ্রহনে ভার্চুয়াল অথবা সরাসরি যত ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে তা সব সাময়িক স্থগিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ক্যাম্পেইন ইভেন্ট পরবর্তীতে চালু করতে পারেন। ট্রাম্পের পরবর্তী আপডেটগুলো হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হবে।