ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার কোলা হাটে কৃষকদের নিকট থেকে মণে ২ কেজি করে ধলতা নিয়ে রশিদ ছাড়ায় খাস আদায়ের অভিযোগ এলাকার কৃষকদের।
উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খাঁন জানান, ১৪২৬ বঙ্গাব্দে কোলা হটের ইজারাদার ফেরদৌস সরদার কোল হাটের উপর একটি রিট করেন। স্থগিতাদেশের পর হতে কোলা হাটটি উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক লোক নিয়োগ করে তাদের মাধ্যমে খাস আদায় করে। গত ২৭/৭/২১ ইং তারিখ থেকে উপজেলা চেয়াম্যান ছামছুল আলম খাঁনের প্রচেষ্টায় উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন আওয়ামী লীগের কতিপয় ব্যক্তিদের মাধ্যমে কোলা হাটটি খাস আদায় করছেন।
শুক্রবার (০৬ জুলাই) তারিখ সরেজমিনে কোলা হাটে গিয়ে মা ট্রেডার্স, মেসার্স ছালাম ট্রেডার্স, মের্সাস মাহিয়া ট্রেডার্স সহ অন্যান্য ক্রেতারা কৃষকদের নিকট থেকে পোটল, বেগুন, কাঁচা মরিচসহ অন্যান্য সবজি প্রতি মণে ২ কেজি ধলতা অর্থাৎ ৪২ কেজিতে মন হিসেবে ক্রয় করার পাশাপাশি মন প্রতি ২০ টাকা করে খাজনা কেটে রেখে রশিদ না দিয়ে কৃষকদের মূল্য পরিশোধ করছেন।
হিরনসহ প্রায় অর্ধশতাধিক কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাথার ঘাম পায়ে ফেলে অতি কষ্ট ও অর্থ ব্যয় করে ফসল উৎপাদন করে মণ প্রতি ২ কেজি করে ধলতা অথবা ৪২ কেজিতে মণ দিতে হয় হাটে। এবং মণ প্রতি ২০ টাকা করে দিতে হচ্ছে খাজনা। এতে করে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে এ অবস্থা দেখার বা প্রতিকার করার কেউ নেয়।
কাঁচা মরিচ বিক্রেতা কতিপয় কৃষকরা বলেন, ২ কেজি করে ধলতা বা ৪২ কেজিতে মণ হিসেবে ক্রেতা/ব্যাপারীরা ক্রয় করেন আমাদের কাঁচা মরিচ। এবং প্রতি কেজিতে ১ (এক) টাকা করে খাজনা কেটে রেখে ক্রেতারা। তারা তাদের কাছে মরিচের খাজনা পরিশোধ করলেও খাজনার রশিদ দেওয়া হয় না এ কেমন অবিচার। এমন অবিচারের প্রতিকার কবে হবে এ প্রশ্ন করেন ঐ কৃষকরা।
অপরদিকে, মা ট্রেডাসের প্রোঃ আলমগীর হোসেন বাবু , মেসার্স ছালাম ট্রেডার্স এর প্রোঃ বিপ্লব হোসেন, মেসার্স মাহিয়া ট্রেডার্সের প্রোঃ মিলন হোসেন, মেসার্স মায়ের দোয়া ভান্ডার এর প্রোঃ আজমসহ আন্যান্য ক্রয়কারীদের সাথে এ বিষয়ে কথা বললে তারা বলেন, ১০৫ কেজির বস্তা প্রতি ৫০ টাকা করে রশিদ ছাড়ায় খাজনা দিয়ে থাকেন এবং বিক্রেতাদের নিকট থেকে মণ প্রতি ২০ টাকা করে কেটে রাখা খাজনার টাকা আদায়কারীরা রশিদ না দিয়ে নিয়ে থাকেন।
প্রতি মণে ২ কেজি করে ধলতা কেন আপনারা কৃষকদের কাছ থেকে নেন বলে প্রশ্ন করলে তারা বলেন, ধলতা নেওয়ার নিয়ম সর্বত্রই রয়েছে তাই তারাও নেয়।
খাস আদায়কারী আধাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুল আলম ও অর্জুন নামের দুই ব্যক্তির সঙ্গে এ বিষয়ে কথা বললে তারা বিক্রেতা ও ক্রেতাদের রশিদ দেন বলে জানিয়ে বলেন, মণে ২ কেজি ধলতা বা ৪২ কেজিতে মণ আগে থেকেই এই নিয়মে ধলতা নেওয়া হয়ে থাকে। তাই ঐ নিয়মই রয়েছে।
খাস আদায়ের সময় সরকারী লোক থাকার কথা তারা কেন থাকেন না এমন প্রশ্নের জবাবে তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন তাদের যেভাবে বলেছেন তারা সেইভাবে আদায় করে তাকে টাকা জমা দেন।
এবিয়য়ে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সঙ্গে কথা বললে তিনি উক্ত হাটের খাজনা আদায়কারীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।