ধূমকেতু প্রতিবেদক, নাচোল : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজশাহীতে শহীদ হন নাচোল পৌর এলাকার থানাপাড়ার মৃত লাল মোহাম্মদ বিশ্বাসের ছেলে এমরান আলী। স্বাধীনতার ৫০বছর পেরিয়ে গেলেও কেহই খোঁজ নেইনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাপাড়ার শহীদ এমরান আলীর স্ত্রী ও সন্তানদের।
শুধুমাত্র ১৯৭৩ সালে জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষরিত ২ হাজার টাকার একটি চেকই শহীদ এমরান আলীর স্ত্রী সন্তানদের স্মৃতি হয়ে আছে। আজও ৭৪ বছর বয়সে শহীদ এমরান আলীর স্ত্রী গিনি বেগম জাতির পিতা শেখ মুজিবকে বঙ্গবন্ধু না বলরে রেগে যান। নৃশংস শোকের আগস্ট মাস আসলেই বৃদ্ধা গিনি বেগম বঙ্গবন্ধুর দেয়া ২ হাজার টাকার স্মারক চেকটি বুকে আঁকড়ে ধরে শহীদ স্বামীর স্মৃতির অবলম্বন হিসেবে স্পর্শ করতে থাকেন।
শহীদ এমরান আলীর স্ত্রী গিনি বেগম আক্ষেপের সুরে জানান, স্বাধীনতা যুদ্ধে স্বামীকে হারিয়ে আমি সোনার বাংলাদেশ পেয়েছি এটিই আমার কাছে বড় পাওয়া। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের কেহই একবারও খোঁজ নিয়ে দেখলোনা স্বামীহারা গিনি বেগমের পরিবারটির।
আক্ষেপ করে তিনি বলেন, অসহায় অবস্থায় মানুষ করেছি আমার সন্তানদের। কিন্তু আজও রাস্ট্রীয়ভাবে আমাদেরকে শহীদ পরিবারের স্বীকৃতি দেয়া হয়নি। আজও শহীদ এমরানের স্ত্রীর বুকে বড়ই বাজে যখন কোন জাতীয় দিবসে অমুক্তিযোদ্ধা বা ভুয়া মুক্তিযোদ্ধা রাস্ট্রের সুবিধা ভোগ করে। এমরান আলী ১৯৭১সালে বিভাগীয় শহর রাজশাহীতে শহীদ হলেও তার ২ ছেলে ও ১ মেয়ে কোনদিন কোন জাতীয় দিবসে ডাক পায়নি। ছোট ছেলে আহসান হাবিব এর মেয়ে আশিফার চাকুরির জন্য আজ দ্বারে দ্বারে ঘুরছেন। এখনও শহীদ এমরান আলীর স্ত্রী গিনি বেগম (৭৪) ও তার সন্তানেরা হয়ত একদিন শহীদ পরিবারের স্বীকৃতি পাবেন এমন আশা নিয়ে প্রধানমন্ত্রীর মুখের দিকে চেয়ে আছেন।