ধূমকেতু নিউজ ডেস্ক : কাতারের কাছে যেকোনো মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রিতে ইসরারাইল বিরোধিতা করবে মন্তব্য করেছেন দেশটির গোয়েন্দামন্ত্রী এলি কোহেন।
মধ্যপ্রাচ্যে ইসরাইলি সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রোববার তিনি এমন মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের জন্য কাতার আনুষ্ঠানিক অনুরোধ জানায়। এ বিষয় নিয়ে জানতে চাইলে ইসরাইলি আর্মি রেডিওকে দেয়া সাক্ষাতকার দেশটির গোয়েন্দামন্ত্রী এলি কোহেন এমন মন্তব্য করেন।
ইসরাইল কি এমন বিক্রিতে বিরোধিতা করবে জানতে চাইলে গোয়েন্দামন্ত্রী বলেন, অবশ্যই, আমাদের নিরাপত্তা এবং এই অঞ্চলে সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়। আমাদের অঞ্চলটি এখনো সুইজারল্যান্ডে পরিণত হয়নি।
আগস্টে সংযুক্তর আরব আমিরাত ও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবাবিকীকরণের চুক্তিতে মধ্যস্থতা করেছিল যুক্তরাষ্ট্র। সেই সময়ে উপসাগরীয় অঞ্চলে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছিল ওয়াশিংটন। সে অনুসারেই কাতার যুক্তরাষ্ট্রের কাছে এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয়ের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানায়।
ইয়েনি শাফাক