ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ সিতো-রিউ কারাতে দো একাডেমীর ৫১তম বেল্ট বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার বিকাল ৫টায় রাজশাহীর পঞ্চবটি এলাকার আহম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
বিশেষ অতিথি ছিলেন, সেনাসি (দ্বিতীয় ড্যান) আজিজুল হক ভূঁইয়া বøাকবেল্ট ও ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শরিফুল ইসলাম লিটন।
সভাপতিত্ব করেন, বাংলাদেশ কারাতের (তৃতীয় ড্যান) সাইফুদ্দিন বাচ্চু ও সার্বিক পরিচালনায় ছিলেন, বাংলাদেশ সিতো-রিউ কারাতে দো একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক (চতুর্থ ড্যান) বকুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, নগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, নগর স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক সুলতান আরিফিন, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রেহান জাফর বিশালসহ নেতৃবৃন্দ।
অষ্টম কিও এবং শো ডাউন বøাক বেল্ট বিতরণ করেন প্রধান অতিথি।