ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখল করতে হবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, অর্থনীতি-শাসনব্যবস্থা কোনোকিছু জনগণের নিয়ন্ত্রণে নেই। দেশকে জনগণের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন ঐক্য।
ড. কামাল বলেন, জেলায়-জেলায় শহরে-শহরে জনগণকে সংঘবদ্ধ করে জাতীয় আন্দোলনের জন্য প্রস্তুত করতে হবে। রাজপথ দখল করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বানে গণসংহতি আন্দোলনের চতুর্থ জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গণফোরাম সভাপতি বলেন, জনগণ মানসিকভাবে প্রস্তুত রয়েছে, তারা আর সহ্য করতে পারছে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখল করতে হবে।
তিনি বলেন, দেশের এই অবস্থার পরিবর্তন আনতে হলে প্রয়োজন জনগণের ঐক্য। অবিলম্বে আমাদের রাজপথে নামতে হবে, বাড়িতে বসে থাকা যাবে না।
উপস্থিত সবার উদ্দেশ্যে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, মানুষ প্রস্তুত হয়ে আছে, আপনারা যখন পথে নামবেন তখন লাখ-লাখ মানুষকে পাশে পাবেন।