ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে টিকা নিচ্ছেন লোকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকেই লোকজন আসে টিকা নিতে। কেবল অনলাইনে আবেদনকারীরাই আসছেন টিকা নিতে বলে জানাগেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান গোলাম মোস্তফা জানান, অনলাইনে আবেদন বিহীন কাউকে টিকা দেয়া হচ্ছে না। টিকা প্রদানের শুরু থেকে এখন পর্যন্ত অনলাইনে আবেদন করেছে ১ লাখ ৭৬ হাজার ৫৭৩ জন মানুষ। এরই মধ্যে দুই ডোজই সম্পন্ন হয়েছে ৫৬ হাজার ৭৫৮ জনের। ১ লাখ ৬ হাজার ৫৮২ জনকে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে।
প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি বুথে সিনোফার্ম এর টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিদিন টিকা নিতে অনলাইনে আবেদন করছেন লোকজন। আবেদনের তারিখ অনুযায়ী আবেদনকারীর মোবাইলে টিকার তারিখ পাঠানো হচ্ছে। সে মোতাবেক লোকজন টিকা নিতে আসছেন। টিকা নিয়ে এখনো কারো সমস্যা হয়নি। টিকা গ্রহণকারীরা সুস্থ আছেন।
টিকা প্রদানের শুরুর দিকে সম্মুখ সারির ব্যক্তিদের টিকা দেয়া হলেও বর্তমানে দেশব্যাপি গণহারে টিকা প্রদান করা হচ্ছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখন টিকা নিচ্ছেন নিজ আগ্রহে। টিকার কার্যকারীতার সুফল পাওয়ায় দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লোকজন টিকা গ্রহণ করছেন। প্রতিদিন গড়ে দেড় হাজারের অধিক ব্যক্তিকে করোনা প্রতিরোধে টিকা প্রদান করা হচ্ছে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকার বুথ পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, এমওডিসি ডাঃ তানভীর রহমান, ইপিআই টেকনিশিয়ান গোলাম মোস্তফা প্রমুখ।
পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষায় শান্তিপূর্ণ ভাবে টিকা প্রদান করা হচ্ছে। ছুটির দিন ব্যতীত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। টিকার সরবরাহ ঠিক থাকলে যারা আবেদন করেছেন তাদেরকে দ্রæত সময়ের মধ্যে টিকা দেয়া সম্ভব হবে।