ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলা সদরে অবস্থিত আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজ এর চলতি বছরের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজ মাঠে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে বিদ্যালয়ের চলতি বছরের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও শিরন্টি ইউপি চেয়ারম্যান মাওলানা আঃ বাকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্ল্যাহ্ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম গোপালপুর ফাজিল মাদ্রসার সুপার মাওলানা এরফান আলী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, সাবেক বিআরডিবি কর্মকর্তা সোলায়মান আলী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রী ও এস.এস.সি পরীক্ষার্থীরা।
সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম জানান, এ বছর উক্ত বিদ্যালয় হতে ৭০ জন ছাত্রী ও ১৩৪ জন ছাত্র সহ সর্বমোট ২০৪ জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। এদেও মধ্যে বিজ্ঞান বিভাগ হতে ১৮৬ জন এবং মানবিক বিভাগ হতে ১৮ জন শিক্ষার্থী রয়েছে।