ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার ভাঙ্গুড়ায় মোবাইল ফোনে ডেকে নিয়ে স্কুল শিক্ষার্থী ফারুক হোসেন (১৯) হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার পাবনার স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন। ফারুক হোসেন জেলার উপজেলার চৌবাড়িয়া ভদ্রপাড়া মহল্লার সাইদুল ইসলামের ছেলে।
২০০৯ সালের ২৪ আগষ্ট রাতে বেড়ানোর কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে হত্যা করে একটি পুকুরে মরদেহ ফেলে পালিয়ে যান।
এক সপ্তাহ পর ভাঙ্গুড়া একটি পুকুরে এলাকাবাসী গোসল করতে নামলে কচুরিপানার মধ্যে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সেখান থেকে লাশটি উদ্ধার করে।
নিহতের মা আনোয়ারা খাতুন সেপ্টেম্বর মাসের ১ তারিখে ১৮/২০ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত কয়েকজনের নামে থানায় মামলা করেন। পুলিশ ফোনের কললিস্ট ধরে তদন্ত করে সবাইকে গ্রেপ্তার করে।
বুধবার বিচারক আহসান তারেক হত্যার সঙ্গে সরাসরি জড়িত ও পরিকল্পনাকারী ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।