ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরোধীতা ও নৌকার প্রতিকের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ১১ জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামীলীগ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিরোধীতাকরে প্রার্থী হওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ধামইরহাট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রাথমিক সদস্য এটিএম বদিউল আলম, ২ নম্বর আগ্রাদ্বিগুন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল লতিফ মীর, ৩নম্বর আলমপুর ইউনিয়নে ভারপ্রাপ্ত ইউনিয়ন যুবলীগ সম্পাদক আবু মুছা, আওয়ামী লীগ সদস্য বেলাল হোসেন, ৪নং উমার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মাসুদুর রহমান সরকার, যুবলীগের ইউনিয়ন সভাপতি আজহারুল ইসলাম, ৫ নম্বর আড়ানগর ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সম্পাদক মোসাদ্দেকুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রকেট, ৬ নং জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ওসমান আলী, ৭ নম্বর ইসবপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল, ৮নম্বর খেলনা ইউনিয়নে পুনরায় নির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুস সালামকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন জানান, ‘অব্যাহতি প্রদানকারীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে মেনে চলতে হবে।’