ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় কৃষকের আবাদী জমি একোয়ার না করে আত্রাই নদীর বাঁধ সংস্কার করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।
রোববার (৯ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় আত্রাই নদীর বাঁধ সংলঘ্ন বড় চাঁদপুর ফুটবল মাঠে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার পাটিচড়া থেকো পলিপাড়া পর্যন্ত ১৮ কিলোমিটার বাঁধ ৫ ফুট উচু করে সংস্কারের কাজ শুরু হয়েছে। এই সংস্কারের কাজ করতে বাঁধের আশপাশের ফসলি জমির মাটি কাটা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় কৃষকদেরকে কিছুই জানানো হয় নি। কৃষকদের দাবী বাঁধ সংস্কারের কাজে ফসলি জমির যে মাটি কাটা হচ্ছে তা একোয়ার করার। তারা জমি একোয়ার না করে তাদের জমির মাটি কাটতে দিবেননা বলেও মানববন্ধনে ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অমল চন্দ্র দাস, স্থানীয় কৃষক পরিমল কুমার দাস, সসংক ভুষণ দাস, আকবর আলী, রাব্বি, জয়ন্ত্র কুমার দাস, সচিন কুমার সহ স্থানীয় কষৃক ও তাদের পরিবারের প্রাই পাঁচ শতাধিক মানুষ।