ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : ঘুর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে রংপুরের তারাগঞ্জে ধান সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি । সিত্রাং এর প্রভাবে গত রোববার থেকে সোমবার ২৪ ঘন্টায় রংপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আজ সরেজমিনে গিয়ে দেখা যায় ধান, আলু সহ শীতকালীন সবজি, পালংশাক লালশাক এর ছোট ছোট চারা, ফুলকপি, বাধাকপি, টমেটো এবং মুলাসহ বিভিন্ন সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। সদ্য লাগানো পালংশাক এবং ফুলকপি ও বাঁধাকপি এর চারা নষ্ট হয়ে গেছে।
কুর্শা ইউনিয়নের উত্তর ঘনিরামপুরের সব্জি ক্ষেতের মালিক সাঈদী হোসেন সাঈদ জানান, আমার পালংশাক এর ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ফুলকপির ক্ষেতটিও ক্ষতি হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসের কারণে।
তারাগঞ্জ উপজেলা কৃষি অফিসের ঘনিরামপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সায়েম বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমার ব্লকে ধানক্ষেতের ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য তবে সব্জিক্ষেতের ক্ষতি হয়েছে, উপজেলার অন্য ব্লকের ব্যাপারে বলতে পারব না।
কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম জানান, শুনেছি কয়েকজন কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কি পরিমাণ হয়েছে তা আমরা এখন বলতে পারব না।