IMG-LOGO

শনিবার, ২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কমলা হ্যারিসকে নিয়ে সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প‘সবাই ফোন দিয়ে জানতে চাইছেন, আমি মারা গেছি কিনা’রাজশাহীতে আরএমপি পুলিশের অভিযানে আটক ৩৩রাজশাহীতে ৯টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিলসারাদেশে র‍্যাবের অভিযানে আরও ২৯০ জন গ্রেফতারকারাগার থেকে পালানো ৪ জঙ্গিকে গ্রেপ্তাররাণীনগর-আত্রাইয়ে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তারমেট্রোরেল চালুর বিষয়ে যা বললেন সেতুমন্ত্রীধামইরহাটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনআজ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন‘জনজীবন স্বাভাবিক হলে কারফিউ থাকবেনা’দামকুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ১পাবনায় ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার ৩ আসামী গ্রেপ্তারফ্রান্সে রেল নেটওয়ার্কে দফায় দফায় হামলারাজশাহীতে আরএমপি পুলিশের অভিযানে আটক ৩৭
Home >> খেলা >> টপ নিউজ >> নেশন্স কাপে রোনালদোর জোড়া গোলে ধরাশায়ী সুইজারল্যান্ড

নেশন্স কাপে রোনালদোর জোড়া গোলে ধরাশায়ী সুইজারল্যান্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : নেশন্স কাপে আগের ম্যাচে তেমন কিছু করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে পেয়েই জ্বলে উঠলেন সিআর সেভেন। করলেন জোড়া গোল, সতীর্থের গোলেও রাখলেন অবদান। অধিনায়কের নৈপুণ‍্যে সুইজারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে লিগের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেল পর্তুগাল।

রোববার রাতে লিসবনে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচটিতে ৪-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। তাদের অন্য দুই গোলদাতা উইলিয়াম কারভালহো ও জোয়াও কানসেলো।

প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ১-১ ড্র করেছিল পর্তুগাল। আর চেক রিপাবলিকের বিপক্ষে হেরেছিল সুইজারল্যান্ড। দুই দলই এদিন দলে ছয়টি পরিবর্তন এনে মাঠে নামে।

এদিন রোনালদোর হ্যাটট্রিক হতে পারতো। তবে অনেকগুলো সহজ সুযোগ নষ্ট করেন তিনি।

৫৫ ভাগ বল দখলে এগিয়ে থেকে স্বাগতিকরা প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয়। ১৫ মিনিটে উইলিয়াম কারভালহো পোস্টের কাছ থেকে ডান পায়ের শটে গোল করে পর্তুগালকে এগিয়ে নেন।

রোনালদোর নিচু ফ্রি কিক সুইজারল্যান্ডের খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়াতে যাচ্ছিল, দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক গ্রেগর কোবেল। তবে বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি বল সহজেই লক্ষ্যে পাঠান কারভালহো।

গোল পেয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে পর্তুগাল। করতে থাকে একের পর এক আক্রমণ। ৩৫তম মিনিটে আসে দ্বিতীয় গোল। দিয়েগো জোতার এসিস্টে রোনালদো বক্সের প্রান্ত থেকে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন।

চার মিনিট পর রোনালদো দলকে তৃতীয় গোল উপহার দেন। পোস্টের কাছ থেকে জাল কাঁপান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

এ নিয়ে জাতীয় দলের হয়ে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের গোল হলো ১১৭টি।

সাত মিনিটের মধ্যে হ্যাটট্রিকও হতে পারতো তার। তবে কানসেলোর ছয় গজ বক্সে বাড়ানো পাসে রোনালদোর টোকায় পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় বল। বিরতির আগে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও জালে বল পাঠান রোনালদো। তবে অফসাইডের বাঁশি বাজার রেফারি।

৬৮তম মিনিটে আবারও গোল। বের্নার্দো সিলভার থ্রু বল ধরতে দারুণ ক্ষিপ্রতায এগিয়ে যান কানসেলো। বুদ্ধিদীপ্ত টোকায় গোলরক্ষককে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার।

৮২তম মিনিটে কেভিন এমবাবু ফাউলের শিকার হলে প্রথমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ফাউলের ঘটনাটি ডি-বক্সের ঠিক বাইরে হওয়ায় ভিএআরে সিদ্ধান্ত পাল্টে দেওয়া হয় ফ্রি কিক। রোনালদোর দারুণ শট রক্ষণ দেয়াল এড়িয়ে লক্ষ্যেই ছিল, ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।

হ্যাটট্রিকের এতগুলো সুযোগ নষ্ট হওয়ার আক্ষেপ রোনালদোর কিছুটা থাকলেও দলের দারুণ জয়ে উজ্জিবিত সবাই।

তিন বছর আগে ঠিক এই দিনেই রোনালদোর হ্যাটট্রিকে কপাল পুড়েছিল সুইসদের। সেদিন নেশন্স লিগের শেষ চারের লড়াইয়ে ৩-১ গোলে জিতেছিল পর্তুগাল।

গ্রুপ পর্বে দুই রাউন্ড শেষে পর্তুগাল ও চেক রিপাবলিকের পয়েন্ট সমান ৪ করে। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রোনালদোরা।২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্পেন।

আগামী বৃহস্পতিবার চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে পর্তুগাল। সেদিনই ঘরের মাঠে সুইজারল্যান্ড মুখোমুখি হবে স্পেনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news