ধূমকেতু নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে বেশ বিপাকে রয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (১৮ অক্টোবর) আমিরাতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলটি।
বিশ্বকাপের মঞ্চে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই। কারণ জয় ছাড়া যে কোনো ফল শেষ করে দিতে পারে দলটির বিশ্বকাপ যাত্রা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার ব্যাট করে ৪৭ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। হারিয়েছে ১ উইকেট।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, প্রমোদ মাদুশান, দুশ্মন্থ চামিরা, মহেশ থিকশানা।
সংযুক্ত আরব আমিরাত একাদশ
মুহাম্মদ ওয়াসিম, সিপি রিজওয়ান (অধিনায়ক), আরিয়ান লাকড়া, বৃত্ত অরবিন্দ (উইকেটরক্ষক), চিরাগ সুরি, বাসিল হামিদ, কাশিফ দাউদ, অয়ন আফজাল খান, কার্তিক মিয়াপ্পান, জুনায়েদ সিদ্দিক, জহুর খান।