পোরশায় ৫০তম ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে কালিনগর কাতিপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দুইদিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগীতার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ইউএনও সালমা আক্তার ও ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কনক কান্তি রায়।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল হক শাহ্সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।