ধূমকেতু নিউজ ডেস্ক : ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরাম-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৫ অক্টোবর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি অবতরণ করে। এয়ারপোর্টে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক তাকে স্বাগত জানান।
প্রধান উপদেষ্টা গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। তিনি রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টায় রোমে পৌঁছে ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশগ্রহণ শুরু করেন।
ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার জন্য ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেন।
সফরের সময় তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী, রোমের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করেন। সফরটি বাংলাদেশের খাদ্য ও দারিদ্র্য নিরসনে কূটনৈতিক উদ্যোগকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মূল্যায়ন করা হচ্ছে।


