ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে নিম্নবর্ণে বিয়ে করায় খুনের ঘটনা যেন থামছেই না। সম্প্রতি এক তরুণী এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার অপরাধ ছিল পরিবারের অমতে এক দলিত যুবককে বিয়ে করা। আর এই অপরাধেই গুলি করে নিজের বোনকে খুন করেছে আপন ভাই ও পরিবারের সদস্যরা।
বর্বর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের মইনপুরি জেলায়। হত্যার শিকার ওই তরুণীর নাম চাঁদনি কাশ্যপ। দীর্ঘ আট বছর ধরে অর্জুন কুমার নামে এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
চলতি বছরের জুনে প্রতাপগড় জেলায় অর্জুনকে বিয়ে করেন চাঁদনি। এরপর তাঁরা দিল্লিতে সংসার শুরু করেন। তাদের বিয়েতে প্রথম থেকেই মত ছিল না চাঁদনির পরিবারের। কারণ অর্জুন ছিল দলিত পরিবারের ছেলে। সে কারণে প্রথমদিকে চাঁদনির পরিবারের কেউই তার সঙ্গে যোগাযোগ রাখেনি।
পরবর্তীতে তার ভাইয়েরাই তার সঙ্গে যোগাযোগ শুরু করেন। এরপরই তারা তাদের বোনকে বাড়িতে আসার জন্য বোঝাতে থাকেন। শেষ পর্যন্ত
গত নভেম্বর মাসে চাঁদনি মইনপুরে নিজের বাড়িতে যান।
কিন্তু বাড়ি ফিরতেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চাঁদনির উপর তার বাড়ির লোকজন চাপ দিতে থাকেন। শুরু হয় অকথ্য অত্যাচারও। সেকথা অর্জুনকে জানিয়েছিলেন চাঁদনি। এরপর ২০ নভেম্বর দু’জনের মধ্যে শেষবারের মতো কথা হয়।
তিনি অর্জুনকে জানান যে, বাড়ির লোকজন তাকে দিল্লি যেতে দিচ্ছে না, তার উপর নির্যাতন চালানো হচ্ছে। অর্জুনের অভিযোগ, বাড়ি যাওয়ার পর থেকেই চাঁদনির ফোন মাঝে মাঝেই বন্ধ থাকত। ২০ তারিখের পর আর কোনও যোগাযোগ হয়নি। এরপরই অর্জুনের সন্দেহ হওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। তারপর নিজের চাচা এবং মাকে নিয়ে চাঁদনির বাড়িতে যান। কিন্তু তার বাড়ির লোকজন জানায়, সে একাই দিল্লি চলে গেছে।
অনেক খোঁজাখুঁজির পর একটি মাঠের ভেতর থেকে চাঁদনির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার দেহ গুলিবিদ্ধ ছিল। ইতোমধ্যেই মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই তরুণীর পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।