ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৬ বছর।
শুক্রবার (২৯ অক্টোবর) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে পুনিতকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি মারা যান।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে পুনিতের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিজের জিমে ব্যায়াম করছিলেন পুনিত। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়।
প্রিয় তারকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে ভিড় করেছিলেন হাজারও অনুরাগীরা। তার মৃত্যুতে এবার ভক্ত অনুরাগীসহ ভারতীয় শোবিজ অঙ্গনে নেমে এলো শোকের ছায়া। হাসপাতালে পুনিতকে দেখতে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ও রাজস্বমন্ত্রী আর অশোক।
কন্নড়সহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পুনিত জনপ্রিয় ছিলেন ‘পাওয়ারস্টার’ হিসেবে। অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাও করেছেন তিনি। সম্প্রতি পুনিত ‘জেমস’ ছবির কাজ শেষ করেন।
শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনিত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান পুনিত রাজকুমার। এখন পর্যন্ত প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।