ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে মুঞ্জিয়ারা খাতুন ডলি (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ মে) বেলা ১১টার দিকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের মিনহাজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে শিতলাইপাড়া গ্রামের মিনহাজ উদ্দিনের স্ত্রী মুঞ্জিয়ারা খাতুন ডলি লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দৌলতপুর থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত ডলির বিকাশ নম্বরে মোটা অংকের টাকা ছিল। মোবাইল ফোনটি না পাওয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।