ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সুজানগর পৌরসভার বিভিন্ন ব্যক্তির মাঝে পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পারিবারিক সাইলো বিতরণ করেন, পৌর মেয়র রেজাউল করিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন, সুজানগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, পৌর কাউন্সিলর জাকির হোসেন, পাশু, ব্যবসায়ী ওয়াজেদ আলী।
আরও উপস্থিত ছিলেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌরসভার স্টোর কিপার মোহাম্মদ আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে দরিদ্র অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও দুর্যোগ প্রবন এলাকার জনসাধারণের নিরাপদ খাদ্য সংরক্ষণের লক্ষে হাউস হোল্ডস সাইলো সরবরাহ এর আওতায় দেশের অন্যান্য এলাকার ন্যায় পাবনার সুজানগর পৌরসভার ৩০০ পারিবারিক সাইলো (প্লাস্টিকের ড্রাম) বিতরণ করা হয়।