ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, ছাত্রদল নেতা নূরে আলম হত্যা, সেই সাথে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবশে করছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে শহরের স্টেশন রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সামছুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেনের সঞ্চালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, বিএনপি নেতা ফজলুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আদনান শাহরিয়ারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
সমাবেশ থেকে ভোলায় নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিম, ছাত্রদল নেতা নূরে আলম হত্যার বিচার, সেইসাথে বিদ্যুতের লোড শেডিং বন্ধ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানানো হয়।