ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁ জেলা পত্নীতলায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারী) সকলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১ মিঃ নীরবতা পালন, দোয়া মোনাজাত, বঙ্গবন্ধু ও শেখ রাসেল এর প্রতিকৃতি পুষ্পমালা অর্পণ কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ্ ফকির, সাধারণ সম্পাদক ও পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, দপ্তর বিষয়ক সম্পাদক মুনিবুর রহমান চৌধুরী গোল্ডেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক শ্রী অশ্বীনী কুমার, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্নাহ ঝরনা।
আরও উপস্থিত ছিলেন, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোকলেছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, নির্মইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সভাপতি, শ্রী রনজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য খালেকুজ্জামান সরকার, মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, সাবিনা আক্তার সদস্য, গিতা রানী মহন্ত, সুইটি খাতুন, মিনতি রাণী নজিপুর পৌরসভা কাউন্সিলর ফারজানা খাতুন, বাংলাদেশ ছাত্রলীগ নজিপুর পৌর শাখার সভাপতি, ফরহাদ হোসেন, শ্রী বাপ্পী কুমার চক্রবর্তী, সাবির হোসেন।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা উপজেলা শাখা, নজিপুর পৌর শাখা, বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবমহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।