ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এজেন্ট ব্যাংকিং এর আড়ালে স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিকের মামলায় স্বামী শ্রীঘরে।
স্বামী হাবিবুর রহমান জানান, ডাচবাংলা এজেন্ট ব্যাংকের নাচোল শাখায় কর্মচারী হিসেবে চাকুরী করছিল হাবিবুর রহমানের স্ত্রী ২ সন্তানের জননী সোনালী বেগম (৩৫)। সেখানে হাবিুরের খালাতো ভাই শহিদুল ইসলাম (২৮) ওই শাখার পরিচালক পদে চাকুরী করছিল। হাবিবুর রহমান তার স্ত্রী সেনালীকে নিয়ে নাচোল থানাপাড়ার এজেন্ট ব্যাংকের ওই ভবনেরই একটি কক্ষে ভাড়া থাকতো। একই শাখায় সোনালী ও শহিদুল চাকুরীর সুবাদে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে অবৈধ শারিরিক (পরকীয়া) সম্পর্ক গড়ে উঠে। সোনালীর পরকীয়ার জেরে স্বামী হাবিবুরের সাথে সম্পর্ক খারাপ হয়ে পড়ে। গত ১৭ মে/’২৩ তারিখে হাবিুর রহমান স্ত্রী সোনালী ও প্রেমিক (সহকর্মী) শহিদুলের সাথে অনৈতিক কাজে লিপ্ত দেখে হাবিবুর ওই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে। ওইসময় সোনালী ও তার ভাই আব্দুল কুদ্দুস (ঝাইটন) এবং শহিদুল মিলে হাবিবুরকে মারধোর করে।
তিনি আরও জানান, এ বিষয়ে ওইদিন হাবিবুর নাচোল থানায় একটি অভিযোগ করে। কিন্তু পুলিশ স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও স্ত্রী সোনালী প্রেমিক শহিদুলের সাথে চাকুরীর সুবাদে আবারও পরকীয়ায় লিপ্ত হয়। গত ১৬ জুলাই হাবিবুর ওই ভাড়া বাসায় এসে তার স্ত্রীকে শহিদুলের সাথে আবারও অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সোনালীর পরকীয়া প্রেমিক সহিদুল ওইদিন নাচোল থানায় ৫ লাখ ৭০ হাজার টাকা লুট ও মারধোরের অভিযোগ করলে নাচোল থানাপুলিশ স্বামী হাবিবুর ও তার নানা সোহরাব (৪০)কে আটক করে।
এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, পুলিশ কথিত প্রেমিক শহিদুলের ১৬ জুলাই এর অভিযোগের প্রেক্ষিতে হাবিবুর রহমান ও তার নানা সোহরাবকে আজ মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।