ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মধুগুড়নই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল মতিন তালুকদার (৪৫) ও পাঁচুপুর গ্রামের মৃত নীল চাঁনের ছেলে মিলন চৌধুরী (৩৫)।
জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে এলাকায় গাঁজা হেরোইনসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুল মতিন তালুকদারের বাড়ি সংলগ্ন স্থান থেকে ২৮ পুরিয়া হেরোইনসহ তাদের গ্রেপ্তার করেন।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, আটককৃতদের নিকট থেকে জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার তাদেরকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।