ধূমকেতু প্রতিবেদক, বেনাপোল : শনিবার (১২ আগষ্ট) দিবাগত রাতে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম এর নির্দেশক্রমে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা হতে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান করে রমনা মডেল থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১। আনোয়ারুল ইসলাম (৩৮) পিতা বাহার আলী মোল্লা এবং জিআর গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামী ২। মোহাম্মদ রফিকুল ইসলাম (৪২) পিং মোহাম্মদ আফিল উদ্দিন মোল্লা ওরফে বিশে মিস্ত্রী ,উভয় সাং দূর্গাপুর,উভয় থানা-বেনাপোল পোর্ট, জেলা- যশোরদের গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।