ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে একটি বসতবাড়ি।
মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ গৃহকর্তা জিয়াউর রহমান পিড়াকৈর পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
গৃহকর্তা জিয়াউর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে আমার স্ত্রী রান্নাঘরে কাজ করছিলেন। এসময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে বাড়ির ভেতরের বারান্দায় আগুন লেগে যায়। মূহূর্তে তা বাড়ির বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।’
জিয়াউর রহমান আরও বলেন, আগুনে ধান-চাল, ফ্রিজ, ধান মাড়াইয়ের মেশিন, শ্যালোমেশিন, ঘরের ছাউনির টিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে অন্তত ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।
তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।