ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় অগ্রণী ব্যাংক লিঃ নিতপুর শাখার উদ্যেগে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক লিঃ নিতপুর শাখার উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় স্থানীয় ১০০ জন কৃষক ও গ্রাহকদের মাঝে ফলজ গাছের চারাগুলি বিতরণ করা হয়।
বুধবার (২৩ আগস্ট) ব্যাংকের শাখা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন অগ্রণী ব্যাংক লিমিটেড নওগাঁ অঞ্চল এর সহকারী মহা ব্যবস্থাপক মোকাররম আলী।
বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আকরাম হোসেন ও সিনিয়র অফিসার মশিউর রহমান।
সভাপতিত্ব করেন, সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবদুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলী কালুসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও শাখার গ্রাহকগণ।