ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মুহাম্মদ এরশাদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুর রহমান।
এর আগে একটি র্যালী উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।