ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ আগষ্ট) বিকেলে উপজেলার ডাকবাংলো মাঠে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, রহনপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এনায়েত করিম তোকি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাঈল হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি আবদুল্লাহ, গোমস্তাপুর উপজেলা শাখার সাবেক ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম ডাবলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলামীন বিশ্বাস, রহনপুর কলেজ শাখার সাবেক ভিপি মোফাসেল হক কোকিল প্রমুখ।
সভা শেষে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।