ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে শিল্পী রাণী (৩৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার বুড়ইল ইউনিয়নের পেং গ্রামের দাসপাড়ায়। সে পেং দাসপাড়ার সুকমল চন্দ্রের স্ত্রী।
জানা গেছে, মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে গৃহবধূ শিল্পী রাণী রান্নাবাড়ার কাজ শেষ করে সকাল আনুমানিক ১০ টারদিকে শয়ন ঘরের তীরের সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে গৃহবধূ শিল্পী রাণীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।