ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন সেবাই রহনপুর নামক একটি সেচ্ছাসেবী সংগঠন।
বুধবার সকালে রহনপুর পৌর এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে পর্যাক্রমে ৩ শত কম্বল বিতরণ করা হয়েছে। বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্নসাধারন সম্পাদক আক্তারুল বাবু কিং, সদস্য মিলন রেজা, আব্দুল ওদুদ, খালেক, ছাত্র নেতা শাউন পারভেজ সহ অন্যরা
সংগঠনের সভাপতি এমডি ইলিয়াস কুদ্দুস যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালী হয়ে বলেন, সেবাই রহনপুর একটি সেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠনের পথচলা। ২০২০ থেকে সকলকে নিয়ে এই সংগঠন পথ চলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের করোনা ক্লান্তি কালে ও বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরও বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।
সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।