ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১৫ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৭ জন, তানোর থানা ৩ জন, পুঠিয়া থানা ৩ জন ও চারঘাট মডেল থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ শামীম রেজা ওরফে সুজন (২২), সাহিবুল ইসলাম ওরফে সাহাবুল (২২), শাহ জামাল (২৫) ও জয়নাল আবেদীন ওরফে জনি (২৮) দেরকে ১২৫০ গ্রাম হেরোইনসহ ও শামীম (২২) কে ১০ লিটার চোলাইমদসহ আটক করে।
অপরদিকে, চারঘাট থানা পুলিশ অনি ইসমাইল সোহেল (৩৩) কে ১ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।