ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ডা. তবিবুর রহমানের ভাই আতাউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালের এবং এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়ালের ছেলে ফায়কুজ্জামান রাইল ঢাকায় ট্রমা সেন্টার অর্থপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (১২ আগস্ট) বিকেলে তাদের দেখতে যান এবং শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল, রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান প্রমুখ উপস্থিত ছিলেন।