ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ‘মোবাইল আউটরিচ টিম ফরমেশন ওয়ার্কশপ-২০২৩’ অনুষ্ঠিত। বুধবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় নগরীর শালবাগানস্থ সমাজসেবা অধিদপ্তরের সেমিনার কক্ষে ক্যারিতাস রাজশাহী রিজিওনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। তিনি প্রতিটি কাজে জনপ্রতিনিধিদের সাথে কাজের সম্বন্বয় ঠিক রাখার আহ্বান জানান। কারিতাস মাঠ পর্যায়ে কাজ করে থাকে সেজন্য ধন্যবাদ ও জ্ঞাপন করেন তিনি।
রাজশাহী সিটি কর্পোরেশন এর ইউএমআইএমসিসি প্রজেক্ট এ্যাডভাইজার, মনিটরিং এন্ড টেকনিক্যাল কো-অর্ডিনেটর আক্তারুজ্জামান রানা বলেন, এই প্রকল্পের আওতায় দূরবর্তী অঞ্চলের সবাই সেবা সম্পর্কে জানতে পারছে কিন্তু সেবা গ্রহণে বিভিন্ন সময় তারা আসেনা। সে সকল মানুষের মাঝে তথ্য ও সেবা নিয়ে হাজির হবে কারিতাস।
ইউটিউব ভিডিও :
রাজশাহী ডিপার্টমেন্ট অফ ওমেন এফেয়ারের ডিপুটি ডিরেক্টর শবনম শিরিন বলেন, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আমাদের সেবাসমূহ পৌঁছালেও তারা অনেক সময় প্রতারিত হচ্ছে। বিভিন্ন প্রতারকচক্র বিকাশ এজেন্ট অথবা প্রশাসনের অফিসারের পরিচয়ে তাদেরকে ফোন দিয়ে একাউন্টের পিন নম্বর বা ওটিপি চায়। অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জনসাধারণ না জেনে একাউন্টের পিন নম্বর ও ওটিপি প্রতারকচক্রকে দিলে তাদের একাউন্টের সব টাকা চলে যায় প্রতারক চক্রের হাতে। আমি মনে করি এ বিষয়ে অসহায় জনসাধারণকে সচেতন করতে হবে।
রাসিকের ১৯,২০,২১ জোন কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা বলেন, ১৯ নং ওয়ার্ড অনেক বড়, এখানে কাজ করা প্রয়োজন, এখানে সকল শ্রেনি পেশার মানুষ বসবাস করেন। ১৯ নং ওয়ার্ডের বাসিন্দারা যেন সকল সুযোগ সুবিধা পায় সে বিষয়টি নিশ্চিত করার অনুরোধও জানান তিনি।
ফেসবুক ভিডিও :
আরও বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের চিফ কমিউনিটি ডেভেলোপমেন্ট অফিসার আজিজুর রহমান, রাজশাহী ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসের সোশ্যাল সার্ভিস অফিসার আব্দুল মোমিন।
এসময় উপস্থিত ছিলেন, কারিতাস রাজশাহী অঞ্চলের ইনচার্জ (ডিএম) অসীম ক্রশ, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯, ২০, ২১ ওয়ার্ডের জোন কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, রাজশাহী সমাজসেবা কার্যালয়ের রেজিষ্টার মতিনুর রহমান প্রমুখ।
এ প্রকল্প বাস্তবায়িত হলে গ্যাপগুলো চিহ্নিত হবে এবং এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও অরক্ষিত জনগণের দূভোর্গ কমবে বলে ও আশাবাদী তিনি। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে পহেলা এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৭ টি পরিকল্পনা গ্রহণ করেছেন তারা।