ধূমকেতু প্রতিবেদক : ‘পরিবেশ বান্ধব নগর গড়ি, কার্বন নিঃসরণ সীমিত করি’ এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বড়কুঠি সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে এ নগরীর উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দৃশ্যমান হচ্ছে সকল উন্নয়ন কার্যক্রম। দ্রুত নগরায়ণের ফলে এ নগরীতে ভীড় জমাচ্ছে অসংখ্য মানুষ। গড়ে উঠভে অসংখ্য বহুতল ভবন। তবে এখনও নগরীর বেশ কিছু এলাকায় ভাসমান ছিন্নমূল মানুষ বসবাস করে। সমাজে পিছিয়ে পড়া সেই সমস্ত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন।
সভায় জানানো হয়, ব্র্যাক মহানগরীর ১৬টি ওয়ার্ডে ২৪ হাজার পরিবারের ৯১ হাজার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। ইতোমধ্যে ৪০টি গৃহ নির্মাণ, বিভিন্ন ওয়ার্ডে রাস্তা নির্মাণ, ড্রেন, ফুটপাত নির্মাণ, গভীর নলকুপ স্থাপন, বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ে আবর্জনা অপসারণে হুইল ব্যারো প্রদান করেছে। এছাড়াও ৭২১ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়াও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় ৪ শতাধিক বেকার যুবক যুবতীকে পেশাভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ, বিউটিশিয়ান, সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এছাড়াও করোনাকালীন সময়ে ১০ হাজার ৫৫৩ জনকে প্রত্যেককে নগদ ১৫০০ টাকা প্রদান করা হয়েছে।
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ফারজানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাসিকের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান।
সভায় আরও বক্তব্য দেন, রাসিকের নগর পরিকল্পক বনি আহসান। এর আগে বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে বের করা র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়ক মহসিন আলী, মনিটরিং অফিসার দীপক চক্রবর্তী, ফিল্ড কো-অর্ডিনেটর কল্পনা খাতুন, রাজশাহী বিউটিশয়ান ক্লাবের ডাইরেক্টর স্বরূপা চৌধুরী পপি, সেলস ডেভেলপম্টে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক জাহিদুল ইসলামসহ ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।


