ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁয় বদলগাছী উপজেলায় কৃষি অফিসের পরামর্শে শীতকালীন সবজি চাষে বদলে দিয়েছে বহু কৃষকের ভাগ্য। এ বছর আশানুরূপ দামের থেকেও বেশি দাম পাওয়ায় কৃষকরাও খুশি তাই বেশি করে সবজি চাষে ঝুকছে এ উপজেলার কৃষকরা। উৎপাদিত ফসল বিক্রি করেই এখন কৃষক ঘরে তুলছেন নগদ অর্থ। আর এই শীত মৌসুমে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা আগ্রহের সঙ্গে ট্রাকে করে লাখ লাখ টাকার ফুলকপি, বাঁধাকপি,আলু,বেগুন, কুমড়া, সিম, লাউ, বরবটি,পালং শাক ও লাল শাকসহ বিভিন্ন সবজি নিয়ে যাচ্ছেন।
এ উপজেলা অনেক কৃষক এই শীত কলীন সবজি চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। আর এ দৃশ্য দেখে ও বাজারে সবজির দাম বেশি থাকায় বর্তমান এলাকার কৃষকরা সবজি চাষে ঝুকে পড়েছেন। উপজেলার কোলা ইউনিয়নের রহমত আলী তাঁদের মধ্যে একজন। তাছাড়া কোলা বাজার এলাকার আরমান, সুমুন, রমজান ও মিলন হোসেন সহ তাঁরা জানান, পরিবারের দারিদ্রতার কারণে বেশি পড়ালেখা করতে পারেননি। জীবন যুদ্ধের তাগিদে সম্পৃক্ত হন কৃষিকাজে। কৃষি কাজ নিয়েই চলছে তাদের জীবনের সংগ্রাম।
অপরদিরকে, ঐ ইউনিয়নের রমজান এর পড়ালেখা তেমন নেই আবার করেছে বিয়ে কি করবে ভেবে পাচ্ছিলেন না। অনেক চিন্তা-ভাবনা করে তিনি শুরু করেন সবজি চাষ। আর এই সবজি চাষের বদলৌতে বদলেগেছে তাঁর ভাগ্য। পরিবারের আর্থিক কষ্ট অনেকটা কমে গেছে। গত বছর শীত মৌসুমে দেড় বিঘা জমিতে সবজি চাষ করে প্রায় ২ লাখ টাকা আয় করেছেন। এ বছর তিনি বিভিন্ন জাতের সবজি চাষ করেছেন ৩ বিঘা জমিতে।
আধাইপুর ইউনিয়নের লৎফর মিয়া জানান, গত বছর ১০ কাঠা জমিতে টমেটো চাষ করে প্রায় ৫৫ হাজার টাকা আয় করেছেন। ফলে এবছরও একই আবাদ করছেন তিনি। ইতিমধ্যে বিক্রিয়ও শুরু করেছেন। গত বছরের থেকে এবছর টমেটোর দাম বাজারে বেশি থাকায় তার চোখে এখন রঙিন স্বপ্ন। আশা করছেন আগের বছরের চেয়ে এবার আরো বেশি লাভ হবে।
পাহাড়পুর ইউনিয়নের মোকারম জানান, গত ৪ বছর আগেও রবিশস্য চাষাবাদ করতেন তিনি। তাঁতে খরচই উঠত না। কষ্টে করে দিন কাটত তাঁদের। সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। অনেক ভেবে চিন্তে শুরু করেন লাউ চাষ। লাউ চাষের শুরুতেই আসে তাঁর সফলতা। এরপর আর পেছনে ফিরে দেখতে হয়নি তাকে। লাউ চাষে দুইটি লাভ খুঁজে পায় তিনি। প্রথমে লাউ বিক্রয়, এরপর লাউয়ের ডগা বিক্রয়। চলতি বছরে ১ বিঘা জমিতে লাউ চাষ করেছেন তিনি। মাচা তৈরি সহ তাঁর খরচ হয়েছে ১৪ থেকে ১৫ হাজার টাকা। তিনি এ পর্যন্ত ঐ ক্ষেত থেকে লাউ বিক্রি করে পেয়েছেন ৮০ হাজার টাকা । আরও ৪০ থেকে ৫০ হাজার টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। আর গত কয়েক বছর থেকে এই লাউ চাষ করে তিনি বিদেশী জাতের দুইটি গরু ও ১ বিঘা জমি বন্ধব নিয়েছেন।
এই উপজেলার সিম চাষী লইম উদ্দীন বলেন, আমি এ বছর ১ বিঘা জমিতে আগাম সিম চাষ করেছি এবং এ পর্যন্ত প্রায় ৮৫ হাজার টাকার সিম বিক্রয় করেছি। এবং সে টাকা দিয়ে কয়েকদিন আগে ১ টি গরু ক্রয় করেছি। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে হাজার হাজার বিঘা জমিতে চাষ করছেন কৃষকরা সবজি । অন্যান্য সবজি চাষের পাশাপাশি ব্যাপকভাবে চাষ হয়েছে বাঁধা কপি ও ফুল কপি।
স্থানীয় কৃষক আক্তার জানান, আমি এ বছর ১৫ কাঠা জমিতে বাঁধা কপি চাষ করেছি। চাষ করতে খরচ হয়েছে ১২ হাজার টাকা। আর এই বাঁধা কপি তিনি বিক্রয় করছেন প্রতি পিচ ৩০ থেকে ৩৫ টাকা করে। তার এই ১৫ কাঠা জমিতে ২ হাজার ৭শত পিচ বাঁধাকপি বিক্রয় করেছে। সব মিলে তার লাভ থাকবে প্রায় ৭০ হাজার টাকা। তিনি আরো জানান, এ বছর ৭ কাঠা জমিতে আগাম জাতের ফুল কপি চাষ করে তিনি লাভ পেয়েছেন প্রায় ৫০ হাজার টাকা। সবজি বিক্রির এই লাভের টাকা দিয়ে তিনি এবার বাড়ির কাজ করবেন বলে জানান।
সরজমিনে স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু ৯০/১০০ টাকা, গাজর ১২০/১৫০ টাকা, সিম ৮০/১০০ টাকা, বাঁধাকপি ৪০/৫০ টাকা, ফুলকপি ৫০/৬০ টাকা, ওলকপি ৫৫ টাকা, ঢেঁড়স ৬০/৮০ টাকা, করলা ১০০/১২০ টাকা, পটোল ৬০ টাকা, মুলা ৪০/৬০ টাকা, শসা ৫০/৬০ টাকা, খিরা ৭০/৮০ টাকা, টমেটো ৭০/৮০ টাকা, কাঁচা মরিচ ১২০/১৬০ টাকা ও পালং শাক ৬০/৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, এ বছর এখন পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নে বিভন্ন স্থানে প্রায় ৩ হাজার একর জমিতে শীতকালিন সবজি চাষবাদ হয়েছে। সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে আসছি।
তিনি আরও বলেন, বাজারে সবজির দাম ভালো থাকায় এলাকার কৃষকরা আরও বেশী করে সবজি চাষাবাদ করছেন। এবছর আরো বেশ কিছু জমিতে সবজি চাষাবাদ বৃদ্ধি পাবে বলে আশা করছি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew