ধূমকেতু প্রতিবেদক, নাটোর : বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অনূর্ধ্ব -১৫ জাতীয় ফুটবল লিগ ২০২৫ এর নাটোর জেলা দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এর আগে গত শুক্রবার নাটোর সংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে নাটোর জেলা সাতটি উপজেলা থেকে আগত ৫০ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৩৪ জন খেলোয়াড়ের বয়স যাচাই-বাছাই সম্পন্ন করেন বাফুফের প্রশিক্ষক জাহাঙ্গীর আলম।
প্রশিক্ষক জাহাঙ্গীর আলম বলেছেন অল্প সময়ের মধ্যেই জেলার ২৫ জন খেলোয়াড়ের তালিকা পাঠাতে হবে। স্থানীয় কোচ মোঃ নবীউল ইসলাম মন্টু খেলার বিষয়ে জানান, এই অল্প সময়ে সকল খেলোয়াড়দের একসঙ্গে তিন দিন প্র্যাকটিস করানো হয়েছে এবং আমরা তাদের ফুটবল খেলা দেখে ২৫ জনকে বাছাই করেছি।
আজ রবিবার, নাটোর শহরের কান্দিভিটুয়া কাচারী মাঠে জেলার সাতটি উপজেলার বাছাইকৃত ৩৪ জন খেলোয়াড়দের মধ্য থেকে আজ রবিবার ২৫ জন খেলোয়াড়কে চূড়ান্ত ভাবে বাছাই করা হয়েছে, তারা হলেন, মোঃ ওমর ফারুক, বিশ্বজিৎ , মোঃ ওমর ফারুক, জিত জমাদার, তাপস দাস, মোঃ হাসান গাজী, মোঃ নাজমুল হক, মোঃ আরমান হোসেন, রায়ান চৌধুরী রিদন, মোঃ তুষার আহমেদ, মাহমুদুল হাসান, মোঃ মামুন মিয়া, মোঃ শাহাদৎ ইসলাম সোহাগ, মোঃ আকাশ শেখ তুহিন, মোঃ রাব্বি, মোঃ মিনহাজ হোসেন মন্ডল, মোঃ কাউসার হোসেন রিফাত, মোঃ মিনহাজ, নাজমুল হোসেন, লাম সিদ্দিকী, মোঃ কাউসার আহমেদ, খন্দকার সামিউল ইসলাম, মোঃ জুনায়েদ আহমেদ, সিয়াম সিদ্দিক মাহি, রিয়াল আহমেদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অনূর্ধ্ব -১৫ জাতীয় ফুটবল লিগ ২০২৫ এর নাটোর জেলা টিম অফিসিয়াল গণ উপস্থিত ছিলেন এরা হলেন কোচ নবীউল ইসলাম মন্টু মোঃ বাদশা আলম, আব্দুর রাজ্জাক লাকি, মোঃ মাসুদ রানা, মোঃ হুমায়ুন কবির মিঠু, শামসুজ্জামান সুমন, মোজাম্মেল হক বাবু , গোলাম সারোয়ারসহ শহীদ মাহমুদ মিঠু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানুয়ারি মাস থেকে বাফুফে অনুর্ধ্ব—১৫ জাতীয় ফুটবল লীগ আয়োজন করতে যাচ্ছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew