ধূমকেতু নিউজ ডেস্ক : দুবাইয়ে অনুষ্ঠিত এবারের এশিয়া কাপ ফাইনাল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকেনি, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে ঘটে যায় নজিরবিহীন ঘটনা। ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে ভারতীয় দল শিরোপা জিতলেও ট্রফি গ্রহণ না করে ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায় রচনা করে। বিতর্কিত পরিস্থিতিতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। জমজমাট লড়াই শেষে জয়ী হয় ভারত। তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যায় নাটকীয়তা। দীর্ঘ সময় দুই দলের ক্রিকেটারদের অনুপস্থিতিতে অনুষ্ঠান স্থবির হয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর পাকিস্তানি খেলোয়াড়রা মঞ্চে উপস্থিত হন।
পাকিস্তানের খেলোয়াড়দের হাতে ফাইনালের স্মারক তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভিকে পাশে রেখে পাকিস্তানের রানার্সআপ পুরস্কারও তুলে দেন তিনি।
ভারতের পক্ষ থেকে কুলদীপ যাদব ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’ এবং অভিষেক শর্মা ‘টুর্নামেন্ট সেরা’ পুরস্কার গ্রহণ করেন। তবে তারা মঞ্চে না উঠে এক কর্মকর্তার মাধ্যমে ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন।
পরিকল্পনা অনুযায়ী, ভারতের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়ার কথা ছিল এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির। কিন্তু ভারতীয় দল সেই পুরস্কার গ্রহণ করেনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে তারা।
অনুষ্ঠানের উপস্থাপক সাইমন ডুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এসিসি আমাকে জানিয়েছে যে ভারতীয় ক্রিকেট দল আজ রাতে তাদের পুরস্কার গ্রহণ করবে না। তাই এই মুহূর্তে পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশন শেষ হলো।’
এই ঘোষণার পর ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মধ্যে শিরোপা জয়ের আনন্দ উদযাপন করেন, কিন্তু ট্রফি গ্রহণ না করেই। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।
ফাইনাল ম্যাচের আগে থেকেই এই পরিস্থিতির পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। কে জিতবে বা হারবে- তা নয়, বরং বিতর্কের কেন্দ্রে ছিল পুরস্কার বিতরণী পর্ব। কারণ, ট্রফি ও মেডেল তুলে দেয়ার দায়িত্বে ছিলেন মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী এবং পিসিবি সভাপতি হিসেবে বর্তমানে এসিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ শেষে প্রতিপক্ষের সাথে হাত মেলাননি, এমনকি মহসিন নাকভির কাছ থেকে পুরস্কার গ্রহণেও অনীহা প্রকাশ করেন। ফলে পুরস্কার গ্রহণ না করাটাই হয়ে ওঠে তাদের অবস্থানের প্রতিফলন।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। মাঠের বাইরে এমন রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব ক্রিকেটের সৌন্দর্যকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ভারতীয় দলের এই অবস্থান তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলেই ধরে নেয়া হচ্ছে।