ধূমকেতু প্রতিবেদক, স্পোর্টস : রাজশাহী আঞ্চলিক স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী আজ সোমবার বিকালে জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় ৫ টি ইভেন্টে মোট ২০০ জন খেলোয়ার অংশ নিয়েছেন। ফুটবল বালক চ্যাম্পিয়ন রাজশাহী রানার আপ রংপুর, বালিকা চাম্পিয়ান রংপুর রানার আপ রাজশাহী, হ্যান্ডবল বালক চ্যাম্পিয়ন রাজশাহী রানার আপ রংপুর, বালিকা চ্যাম্পিয়ন রাজশাহী রানার আপ রংপুর, কাবাডি বালিকা চ্যাম্পিয়ন রংপুর রানার আপ রাজশাহী, সাঁতারে রাজশাহী উপ অঞ্চলের সাফল্য অর্জন করে ।
খেলা শেষে বিজয়ী ও বিজিতাদের হাতে পুরষ্কার তুলে দেন পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল,রাজশাহী প্রফেসর মোঃ আছাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক (কলেজ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,বোর্ড,রাজশাহী অঞ্চল, রাজশাহী প্রফেসর মো: উমর ফারুক,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ পরিচালক (কলেজ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,রংপুর অঞ্চল রংপুর ।
এর আগে সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, দিনাজপুর, প্রফেসর মো: তৌহিদুল ইসলাম।


