IMG-LOGO

বুধবার, ৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চীনের হাসপাতালে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ১০নতুন প্রেমের ইঙ্গিত অভিনেত্রী পরীমনির‘প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৩০-৪০ শতাংশ ভোট পড়েছে’‘অ্যাস্ট্রাজেনেকা টিকার বিষয়ে অনুসন্ধান চলছে’জেনে নিন কাসুন্দি বানানোর রেসিপিভোলাহাটে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৪বদলগাছীতে ভোটারের উপস্থিতি কমওমরাহ শেষে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলআদালতে মুখোমুখি ট্রাম্পের স্টর্মি ড্যানিয়েলসহজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাদেশের ১৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাসইসরায়েলে বোমা পাঠানো বন্ধ রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রপথচারীদের জন্য রেড ক্রিসেন্টের পানি, স্যালাইন, ছাতা, লিফলেট, ক্যাপ হস্তান্তরআজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীএকাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
Home >> জাতীয় >> লিড নিউজ >> পাকিস্তানকে ক্ষমা চাইতেই হবে

পাকিস্তানকে ক্ষমা চাইতেই হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বারপ্রান্তে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের ৪৯ বছর পরও সেই সময়ের গণহত্যা, নৃশংসতা ও ঘৃণ্য ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে এখনও ক্ষমা চায়নি পাকিস্তান সরকার।

বাংলাদেশের জোরালো দাবি থাকলেও পাকিস্তানের ক্ষমতাসীন সরকারগুলো বারবার বিষয়টি এড়িয়ে গেছে। দেশের বিশিষ্টজনদের মতে, ক্ষমা চাওয়ার বিষয়ে পাকিস্তানকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে হবে। দাবি জোরালো করার পাশাপাশি প্রয়োজনে বিষয়টি নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যেতে পারে বলেও মন্তব্য করেন তারা।

তাদের মতে, বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষমা চাইতেই হবে। জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন মঙ্গলবার বিকালে বলেন, ১৯৭১ সালে পাকিস্তান আমাদের ওপর যে অত্যাচার-নির্যাতন চালিয়েছে তার জন্য দেশটির সরকারের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। কারণ এটা তাদের জন্যও লজ্জাজনক। তাদের কোনো কোনো বুদ্ধিজীবী দুঃখ প্রকাশ করলেও পাকিস্তান সরকারিভাবে আজ পর্যন্ত ক্ষমা চায়নি। আমরা আশা করব, তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা জাতীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে। এটা স্বীকার করে মাফ চাইলে আগামীতে আর কোনো দিন এ ধরনের ঘৃণ্য কাজ তারা করতে পারবে না।

তিনি আরও বলেন, সামনে আমরা স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করব।

আমি মনে করি, তারা যদি সৎ হয় তাহলে অবশ্যই দুঃখপ্রকাশ করা এবং ক্ষমা চাওয়া দরকার। আশা করি পাকিস্তান সরকার এটা করবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) বঙ্গবন্ধু চেয়ার ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, একাত্তরের ভূমিকার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাপান কোরিয়ার সঙ্গে যা করেছিল তার জন্য ক্ষমা চেয়েছে। আর একাত্তরে পাকিস্তানের নৃশংসতার প্রচুর দালিলিক প্রমাণ আছে। সুতরাং পাকিস্তান সরকারের নিজেকে দায় মুক্ত করতে হলেও অন্তত নৈতিক দিক থেকেও তাদের ক্ষমা চাওয়া উচিত।

তিনি আরও বলেন, এ ব্যাপারে বাংলাদেশ সরকারেরও জোরালো ভূমিকা থাকা দরকার। আমি মনে করি, বাংলাদেশ সরকারের এটা বলা উচিত যে, যতক্ষণ তারা ক্ষমা না চাইবে, আমাদের নায্য হিস্যা না দেবে, অবাঙালিদের ফেরত না নেবে, ততক্ষণ পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখা উচিত। কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করা উচিত।

শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, পাকিস্তানের ক্ষমা তো চাইতেই হবে। এ দাবিটা তো আমরা কখনই ছাড়ব না। ইতিহাসে এমন ঘৃণ্য ও নৃশংস কাজ আগে কখনই হয়নি। তবে পাকিস্তানের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে কিন্তু ক্ষমা তাদের চাইতেই হবে। না হলে ইতিহাসও তাদের ক্ষমা করবে না। একই সঙ্গে যে চিহ্নিত ১৯৫ জন যুদ্ধাপরাধী, তাদের বিচার একদিন আমরা করতে পারব বলে আমি বিশ্বাস করি। পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়ে বাংলাদেশ কি ধরনের পদক্ষেপ নিতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এ দাবি আরও জোরালোভাবে তুলতে হবে।

তাদের বিচারের জন্য আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত। বিচার করতে পারলে ক্ষমা চাওয়ার বিষয়টা চলে আসবে। এদিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একাত্তরের গণহত্যা এবং জাতির শ্রেষ্ঠসন্তান ‘বুদ্ধিজীবী’ হত্যাকাণ্ডের অপরাধে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের কাছে পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে স্মারকলিপি দিয়েছে। পাকিস্তান দূতাবাসের মাধ্যমে সোমবার এটি দেয়া হয়।

এছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর নৃশংস গণহত্যার দায় স্বীকার করে ইসলামাবাদকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন লন্ডন প্রবাসী সাংবাদিকরা।

শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার ব্রিটেনের বাংলা সংবাদ মাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউকে-বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দেয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। স্থানীয় সময় বিকালে লন্ডনের পাকিস্তান হাইকমিশনে ওই স্মারকলিপি হস্তান্তর করেন ইউকে-বাংলা প্রেস ক্লাবের নেতারা।

হাইকমিশনের দু’জন ঊর্ধ্বতন কর্মকর্তা স্মারকলিপিটি গ্রহণ করেন। নেতারা জানান, ২০১১ সালে এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছিলেন, ’৭১-এর বর্বরতার ঘটনায় বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। সেই বিষয়টি স্মরণ করিয়ে দিতেই তারা স্মারকলিপি দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news