ধূমকেতু প্রতিবেদক : টানা তিনদিন ধরে ওভারটাইম ডিউটি বন্ধ রেখেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মচারীরা। এর জেরে আগের দু’দিনের মতো গতকালও দেশজুড়ে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। রানিং কর্মচারীরা ওভারটাইম না করায় ৩ ডিসেম্বর কয়েকটি লোকাল ট্রেনের যাত্রা বাতিল করে রেলওয়ে। এছাড়া বেশির ভাগ আন্তঃনগর ট্রেন এক-দেড় ঘণ্টা পর্যন্ত দেরিতে চলাচল করছে।
এর ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অন্যদিকে কর্মচারীদের চলমান কর্মসূচির কারণে একাধিক পণ্যবাহী ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ।
জানা গেছে, রেলওয়ে আইন অনুযায়ী কর্মচারীরা (ট্রেন চালক, সহচালক, পরিচালক ও টিকিট চেকার, পরিচর্যক,
পাওয়ার কার স্টাফ) বিশেষ আর্থিক সুবিধা পেতেন। তবে ২০২২ সালের পর যারা যোগ দিয়েছেন, তাদের এ সুবিধা বন্ধ করে দিয়েছে সরকার।
কর্মচারীরা বলছেন, জনবল স্বল্পতার কারণে একজন কর্মচারীকে গড়ে ১৫ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত অতিরিক্ত কাজ করতে হয়। কিন্তু এজন্য তারা কোনো আর্থিক সুবিধা পান না। ওভারটাইমের ক্ষেত্রে আগের মতো আর্থিক সুবিধা যুক্ত করা না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের তথ্য বলছে, কর্মবিরতির কারণে গতকাল ছয়টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রহনপুর-রাজশাহী লোকাল, ট ময়মনসিংহ-মোহনগঞ্জ, ময়মনসিংহ-জারিয়া ঝাঞ্জাইল, ময়মনসিংহ দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম-নাজিরহাট ও ঢাকা-জয়দেবপুর রুটে চলাচল করতে। এর বাইরে জনবলস্বল্পতার কারণে চার-পাঁচটি পণ্যবাহী ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, কর্মচারীদের চলমান কর্মসূচির কারণে ঢাকা-সিলেটের মধ্যে চলাচল করা আন্তঃনগর ট্রেন কালোনী এক্সপ্রেস, ঢাকা-রাজশাহীর মধ্যে চলাচল করা সিল্কসিটি এক্সপ্রেস, ঢাকা-রংপুরের মধ্যে চলাচল করা রংপুর এক্সপ্রেস, সান্তাহার-পঞ্চগড়ের মধ্যে চলাচল করা দোলনচাঁপা এক্সপ্রেসসহ একাধিক যাত্রীবাহী ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে এক-দেড় ঘণ্টা দেরিতে চলাচল করেছে। এছাড়া রাজশাহী ঢাকা রুটে চলাচলকারী ট্রেন গুলোও বিলম্বের চলাচল করছে বলে যাত্রীদের অভিযোগ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/