ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চলন্ত পিকআপ ভ্যান থামিয়ে চালক ও গরুর মালিককে মারধর করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৫টি গরু ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন- গরুর মালিক ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন চকিঘাটা এলাকার মৃত ইলিয়াস শেখের ছেলে রিপন শেখ (২৯) ও পিকআপ ভ্যানের চালক জয়পুরহাট জেলার কাশিয়াবাড়ি এলাকার মৃত আবু মোতালেবের ছেলে ফারুক হোসেন (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী রিপন শেখ জয়পুরহাট থেকে ৫টি গরু কিনে একটি পিকআপ ভ্যানে নিজ বাড়ি ফরিদপুরে ফিরছিলেন। রাত ১২টার দিকে লাহিনীপাড়া এলাকায় ৭ থেকে ৮ জন তাদের গাড়ির গতিরোধ করে। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে সামনের গ্লাস ভেঙে ফেলে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় গরুর মালিক ও গাড়ির চালককে মারধর করে তাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় তারা। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ থেকে পাঁচটি গরু তাদের ট্রাকে তুলে নেয়। গরুগুলোর মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।
ভুক্তভোগী গরুর মালিক রিপন শেখ জানান, অনলাইনে ভিডিও দেখে গরু পছন্দ করে জয়পুরহাটে গেছিলাম। সেখান থেকে ৫টি গরু ক্রয় করে ফরিদপুরে নেওয়ার জন্য একটি পিকআপ ভ্যান ভাড়া করি। হেলপার না থাকায় আমি আর চালক দুইজন ছিলাম। ডাকাত দলের হাতে দেশীয় অস্ত্র ছিল। দুইটি পিকআপ ভ্যানে তারা গরুগুলো নিয়ে গেছে। পরে আমাদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় জনগণ এসে পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ডাকাতির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যান উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এটা কোনো সাজানো নাটক কি না সেটাও মাথায় রেখে গরুর মালিক ও পিকআপ ভ্যানের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গত ১৬ নভেম্বর রাত ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপ ভ্যানে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ডাকাতদের আঘাতে গরু ব্যবসায়ী বাবা-ছেলে ও পিকআপ ভ্যানের চালক আহত হন। ছিনতাই হওয়া গরুগুলোর মূল্য ছিল সাড়ে ৩ লাখ টাকা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew