ধূমকেতু প্রতিবেদক,গুরুদাসপুর : ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে সশস্ত্র হামলাকারী পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকির ও তার সহযোগি শামীম আহমেদকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
বুধবার রাতে গাজা বিক্রিকালে ১০০ গ্রাম গাজাসহ কাচারীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠানো হয়। সবুজ ফকির (৪৭) চাঁচকৈড় কাচারীপাড়া মহল্লার আককাস ফকিরের ছেলে ও সহযোগি শামীম (৩৭) একই মহল্লার মনিরুল ইসলামের ছেলে।
গুরুদাসপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এ ব্যাপারে বলেন, সবুজ ফকির এলাকার শীর্ষ সন্ত্রাসী। ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে তার নেতৃত্বেই হামলা করা হয়। সবুজের কঠিন শাস্তির দাবি করেন এই বিএনপি নেতা।
গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজাউদ্দৌলা সুজন বলেন, সবুজ ফকির বিগত ১৫ বছরে বিএনপি নেতাকর্মিদের ওপর দমনপীড়ন চালিয়েছে। স্থানীয় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজে চালিয়েছে ত্রাসের রাজত্ব। তার উপযুক্ত শাস্তি চায় এলাকাবাসী।
গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, সবুজ ফকিরের বিরুদ্ধে একাধিক দখল ও চাদাবাজি সহ ৮টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।#
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew