ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : গোমস্তাপুর প্রতিনিধি: আমন ধানের ভরা মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন বাজারে চড়াদামে বিক্রি হচ্ছে আমন ধান।বৃহস্পতিবার উপজেলা সদর রহনপুর বাজারের ধান হাট সরজমিন পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে। সেখানে মোটা ধান ১৩০০-১৩৫০ টাকা মনদরে বিক্রি হচ্ছে। এছাড়া চিকন (আতপ) ধান রকমভেদে ১৮০০- ২২০০ টাকা মনপ্রতি বিক্রি হচ্ছে। কৃষকরা জানায়, মৌসুমের শুরুতে ধানের দাম মনপ্রতি ১২০০-১২৫০ থাকলেও এক মাসের ব্যবধানে তা মনপ্রতি ১০০ টাকা বেড়েছে। ধানের মুল্যবৃদ্ধির কারন হিসেবে তারা ক্রেতার চাহিদা থাকার কথা বলছেন। ধানের বর্তমান বাজারকে তারা নায্য মুল্য হিসেবে দেখছেন।
এ বিষয়ে খুচরা ধান বিক্রেতা আক্তারুল ইসলাম জানান,বিভিন্ন মিলারগন মজুদ রাখতে উচ্চ মুল্যে ধান ক্রয় করছেন। এ প্রসঙ্গে উপজেলার বৃহৎ চাল উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান নজরুল রাইস মিলসের ব্যবস্থাপনা পরিচালক খাদেমুল ইসলাম জানান, শুরুতে ধানের দাম কম থাকলেও বর্তমানে বাজার বেশ চড়া।ধানের উচ্চ মুল্যের কারণে আমরা এখনো খাদ্য বিভাগের চলমান ধানচাল সংগ্রহ অভিযানে অংশ নিতে পারিনি।এছাড়া, উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি আমন মৌসুমে উপজেলার ১৫ হাজার ৫শ২০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে।
এতে প্রায় ৫৩ হাজার ৩০৬ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew