ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে নাজমা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার পাতনা গ্রামে। গতকাল শুক্রবার সকালে পাতনা গ্রামে স্বামীর বাড়ী থেকে নাজমা আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার পর নাজমা আক্তারের স্বামী ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে। জানা গেছে, পাতনা গ্রামের মোজম্মেল হক রাখালের পুত্র ময়জুল ইসলামের সাথে ১০ বছর আগে নওগাঁ সদর উপজেলার পুনইল গ্রামের তায়েজ আলীর কন্যা নাজমা আক্তারের বিয়ে হয়।
তাদের আড়াই বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। নাজমা আক্তারের চাচা গোলাম রসুল বলেন, রাতে তাকে খবর দেয়া হয় যে নাজমা আক্তার গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তিনি দ্রুত সেখানে গিয়ে দেখেন ঘরের মেঝেতে নাজমা আক্তারের লাশ পড়ে আছে। তার গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। নাজমা আক্তারের ভাই শাহীন আলী জানান, বিয়ের পর থেকেই ময়জুল তার বোনকে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য নির্যাতন করতো। ঘটনার দিন নাজমা আক্তারকে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করছে বলেও শাহীন আলী অভিযোগ করেন।
এ ঘটনায় নাজমা আক্তারের ভাই শাহীন আলী বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে মহাদেবপুর থানার (ওসি) মো. শাহীন রেজা বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ময়না তদন্তের রিপোট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।