ধূমকেতু প্রতিবেদক, স্পোর্টস : ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব ১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর খেলার উদ্বোধন আগামীকাল ৪ অক্টোবর বিকেল ৩.৩০ মিনিটে টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
উবোধন করবেন এনডিসি বিভাগীয় কমিশনার, খন্দকার আজিম আহমেদ। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের সর্বমোট ৫২জন খেলোয়াড় এবং ১০জন কোচ/ম্যানেজার অংশগ্রহণ করবেন।
অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ হতে ১৪ জন বালক ও ৭ জন বালিকা, ভারত হতে ৬ জন বালক ও ৪ জন বালিকা,দক্ষিণ কোরিয়া হতে ৪ জন বালক,আমেরিকা হতে ১জন বালক।থাইল্যান্ড হতে ৫ জন বালক,জাপান হতে ১জন বালক ও ১ জন বালিকা, চীন হতে ৪ জন বালিকা, মালদ্বীপ হতে ২ জন বালিকা, চাইনীজ তাইপে হতে ১ জন বালক সিঙ্গাপুর হতে ১ জন বালক এবং হংকং হতে ১ জন বালক রয়েছেন।
অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচ,অভিভাবক ও অফিসিয়ালগণের আবাসনের জন্য রাজশাহী পর্যটন মোটেল,হোটেল এক্স, এবং গ্রান্ড রিভার ভিউকে নির্ধারণ করা হয়েছে।
অংশগ্রহণকারী বালকদের মধ্যে শীর্ষ খেলোয়াড় থাইল্যান্ডের পাতানালারফান নাপাত তার আই.টি. এফ বিশ্ব র্যাংকিংয়ে ১৯৪০। এবং বালিকাদের মধ্যে শীর্ষ খেলোয়াড় জাপানের ঈষিধা হারু। তার আই. টি. এফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ১৭৮৮।
এ ছাড়া বালকদের মধ্যে ১১জন এবং বালিকাদের মধ্যে ৬ জন ওয়ার্ল্ড র্যাংকিং খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।
এ-উপলক্ষ্যে আজ শুক্রবার সকালে টেনিস কমপ্লেক্সে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পেশ করেন টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য ওমর ফারুক, ডিসি ট্রাফিক নূরেআলম সিদ্দিকী,রাজশাহী জেলা অফিসার জাহাঙ্গীর হোসেন।
খেলা পরিচালনা করবেন বাংলাদেশের মাসফিয়া আফরিন। তিনি আইটি এফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি।