ধূমকেতু প্রতিবেদক, নাচোল : ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর সংগঠিত এই ঘটনাকে ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে এর বিচার দাবি করেছেন বক্তারা। আজ মঙ্গলবার, ২৮ অক্টোবর, নাচোল ডাকবাংলো চত্বরে উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী এবং জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমান বলেন। প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে নারকীয় উল্লাস চালানো হয়েছিল। সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ এদিনই সংগঠিত হয়েছিল। ড. মিজানুর রহমান বলেন, এই রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর পৈশাচিক হামলার অভিযোগ তোলেন। তিনি আক্ষেপ করেন, এই ঘটনার বিচার হওয়া তো দূরের কথা, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলাই প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, এই ঘটনার সাথে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত জাতি কলঙ্কমুক্ত হবে না। আলোচনা সভার শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


 
                                                            
 
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        